দেশের চিনি শিল্পকে বাঁচাতে এবং চিনিকলের শ্রমিক-কর্মচারী আর আখ চাষিদের স্বার্থে পাবনা চিনিকল সহ বন্ধ সব চিনিকলে আখ মাড়াই কার্যক্রম চালুর দাবিতে পাবনা চিনিকলের শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা শনিবার চিনিকল এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন।
বিক্ষোভকারীরা বলেন, দক্ষতার বিচারে পাবনা চিনিকলের অবস্থা অনেক ভালো। দেশের অন্য সবকটি চিনিকলের চাইতে এখানে আখ মাড়াই ভালো হয়। প্রতিবছর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আখ মাড়াই শুরু হয়। কিন্তু এ বছর সব প্রস্তুতি নেওয়ার পরও আকস্মিকভাবে উৎপাদনে থাকা মিলটি বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছে শ্রমিক-কর্মচারী আর আখ চাষিরা।
শনিবার সকাল ৯টায় শুরু হওয়া বিক্ষোভ চলে দুপুর সারে ১২টা পর্যন্ত। আগামীকাল সকাল ৯ টায় আবারো বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।