আবুল খায়ের গ্রুপের মেরিস সিগারেটের ভ্যানচালক আনোয়ার বনভোজনে না যাওয়ায় সহকর্মীদের মাঝে মনোমালিন্য শুরু হয়। পরে তাকে বাসা থেকে তাকে ডেকে নিয়ে সাগরিকা রোডে যাওয়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষোভে ফুসতে থাকা তার প্রতিপক্ষ সহকর্মীরা তাকে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
রাতে পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম জানান, তারা অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। একজন আকাশ, বয়স ২০ এবং অন্য এক কিশোর, বয়স ১৭। রোববার নগরীর রেল স্টেশন ও পাহাড়তলী থানার আবদুস পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ এখনও রনিকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছেন ওসি।