বাগদাদের ‘গ্রিন জোনে’ অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে রবিবার অন্তত আটটি রকেট ছোড়া হয়। এতে আহত হয়েছে ইরাকি নিরাপত্তা বাহিনীর এক সদস্য। খবর আল জাজিরা।
মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলছে, হামলা প্রতিহত করতে দূতাবাসের সি-র্যাম ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করা হয়। তারপরও হামলায় দূতাবাস কম্পাউন্ড সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদায়ের আগে ইরাক থেকে মার্কিন সেনা কমিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছেন। ট্রাম্প প্রশাসন বলছে, তারা আগামী জানুয়ারীর মাঝামাঝির মধ্যে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেবেন। তবে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে বারবার রকেট হামলার কারণে প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্পের সেনা প্রত্যাহারের পরিকল্পনা।