আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় ক্রিকেট তারকা সুরেশ রায়না করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি অমান্য করে মুম্বাই বিমানবন্দরের কাছে অবস্থিত ড্রাগনফ্লাই নাইট ক্লাব যান। গায়কগুরু রনধাওয়া, বলিউড তারকা হৃতিক রোশন, প্রাক্তন স্ত্রী সুজান খানও তাঁর সাথে আটক হন। পরে জামিনে মুক্তি পান সকলে। জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, করোনার দ্বিতীয় ধাপ সামলাতে সোমবার রাতে কারফিউ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। ক্লাব, বার ইত্যাদি বন্ধ করার নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছিল। কিন্তু রায়না ও তার বন্ধুরা তা অমান্য করেন।
গভীর রাতে নগরীর ড্রাগন ফ্লাই ক্লাবে হানা দেয় পুলিশ। তাতে রায়নাসহ ৩৪জনকে আটক করা হয়।