সায়েন্স নিউজ নামের একটি গণমাধ্যমের বিচারে- বাছাই করা ১০ বিজ্ঞানীর একজন হয়েছেন বাংলাদেশি তরুণী তনিমা তাসনিম অনন্যা। এ নিয়ে ষষ্ঠবারের মতো এমন বিজ্ঞানীর তালিকা প্রকাশ করল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ‘সায়েন্স নিউজ’। ‘এসএন টেন: সায়েন্টিস্ট টু ওয়াচ’ নামের এই তালিকায় শুরুতেই স্থান পেয়েছেন তনিমা তাসনিম।
একটি স্বাধীন ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় সায়েন্স নিউজ। বিজ্ঞান, ওষুধ ও প্রযুক্তির হালনাগাদ তথ্য সরবরাহ করাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। সায়েন্স নিউজের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, তনিমা তাসনিম একজন মহাকাশবিজ্ঞানী। বর্তমানে ডার্টমাউথ কলেজের সঙ্গে তিনি যুক্ত আছেন। এর আগে নাসা ও সার্নে ইন্টার্নশিপ করেছেন। একসময় ঢাকার বাসিন্দা তনিমা কৃষ্ণগহ্বরের পূর্ণাঙ্গ চিত্র এঁকেছেন।