মূলত হিন্দুদের ধর্মান্তর রোখা ও ‘লাভ জেহাদ’-এর মতো ঘটনা আটকাতেই ওই বিল আনতে চাওয়া হচ্ছে।
এখনও জোর করে, প্রলোভন দেখিয়ে ধর্মান্তরণ ঘটে চলেছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় যার সংখ্যা খুব বেশি বলে দাবি করছেন সরকারের শীর্ষ সূত্র।
রোববার রাজ্যের মন্ত্রিসভার জরুরি বৈঠকে সর্বসম্মতিতে গৃহীত হয় ‘ধর্ম স্বতন্ত্র বিধায়ক- ২০২০’ বিলটি। জোরপূর্বক ধর্মান্তরিত করা নারী ও তার সন্তানকে নেয়া হবে প্রশাসনিক হেফাজতে।
এছাড়া অভিযুক্ত ব্যক্তি এবং বিবাহের সাথে জড়িত পণ্ডিত বা মৌলানাকেও ভোগ করতে হবে শাস্তি। পরোয়ানা ছাড়াই গ্রেফতারের এখতিয়ার পাবে পুলিশ; সাথে ন্যূনতম ৫ বছরের সশ্রম কারাদণ্ড।
তবে নিজেকে নির্দোষ দাবি করার জন্য অপরাধী পাবেন দু’মাস সময়। এরমধ্যে স্বেচ্ছায় নারী ধর্মান্তরিত হয়েছেন- সেটি প্রমাণ না করা গেলে ভোগ করতে হবে ১০ বছরের জেল। গুণতে হবে ৫০ হাজার থেকে লাখ রূপি জরিমানা।