ঢাকার আরামবাগ এলাকায় ‘দেওয়ানবাগ দরবার শরীফ’ এর প্রতিষ্ঠাতা ‘দেওয়ানবাগী পীর রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
হঠাৎ করেই সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারাদেশ থেকে ভক্তরা আসতে শুরু করেছেন।
তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া বেশ সরব হয়।
চলুন কয়েকটি দেখে নেয়া যাক…
‘উল্টাপাল্টা ফতোয়া দিয়ে তার উত্থান হয়েছে। ইসলামকে কাটছাটও করেছেন তিনি। বেহেস্ত দিয়ে দেবেন, আল্লাহকে দেখেছেন, এসব বলে মানুষকে ধোঁকা দিয়েছেন।, জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শফিকুর রহমান।
মঙ্গলবার জোহর নামাজের পর বাংলাদেশ ব্যাংকের পেছনে তার স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
মাহবুব-এ খোদার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি চার ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।