দেশের মধ্যে বিদ্যমান ৩১৫ টি বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স না রাখার পক্ষে কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, জানালেন ডা. দীপু মনি। তবে পাশ কোর্স রাখার পাশাপাশি কারিগরি শিক্ষা রাখারও পরিকল্পনা করছে বর্তমান সরকার।
অনার্স কোর্স না রাখার পক্ষে যুক্তি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি অনার্স কলেজে লেখাপড়া করে চাকরি পান না। প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিরাট একটা ব্যবধান তৈরি হয়ে যায়, যারা এই প্রক্রিয়ার (বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স) মধ্য দিয়ে যান তাদের মধ্যে হতাশা তৈরি হয়। অভিভাবকদের জন্যেই এটি সুখকর নয়। সন্তানকে পড়ালেন, তাদের একটি চাকরির প্রত্যাশা থাকে, চাকরি হয় না। কোনও কিছু করবে সেটির প্রয়োজনীয় যোগ্যতা তারা অর্জন করতে পারে না। সেসব নানা সমস্যা সমাধানের উদ্যোগ আমরা নিচ্ছি।’