করোনার নতুন স্ট্রেন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে ব্রিটেনে। তার মধ্যেই এ বার বিশ্বের প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ব্যবহারের অনুমতি দিল বরিস জনসনের প্রশাসন। যদিও এই টিকা করোনার নতুন স্ট্রেনের উপর কাজ করবে কি না, তা এখনও পরীক্ষিত নয়। ফলে টিকা দেওয়া শুরু হলেও উদ্বেগ থেকেই যাচ্ছে।
ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কোভিডের টিকা। সেই টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয় তথা শেষ ধাপও সম্পূর্ণ হয়েছে। তার পর টিকায় পাওয়া তথ্য-পরিসংখ্যান ব্রিটেন সরকারকে জমা দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। সেই সব তথ্য বিশ্লেষণ করার পর টিকাকে সাধারণের উপর প্রয়োগের অনুমোদন দিল ব্রিটিশ সরকার।