চট্টগ্রামের কালুরঘাটে একটি ফোম কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সেখানে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
উপ সহকারী পরিচালক তৌফিক বলেন, ‘রাত ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবরে আগ্রাবাদ, চন্দনপুরা ও কালুরঘাট ফায়ার স্টেশনের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এটি জুট রিসাইকেল কারখানা। কারখানাটিতে জুট কাপড় দিয়ে ম্যাট্রেস, ফোম, পেডিং সামগ্রী উৎপাদন করা হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানা যায়নি। আমরা কারখানা কর্তৃপক্ষসহ প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। কারখানার মধ্যে কেউ আটকেও নেই। কোনো আহত নেই।