ভারতের মধ্য প্রদেশে এক ব্যক্তি তার ২১ একর জমির অর্ধেক তার কুকুরকে লিখে দিয়েছেন।
ওম নারায়ণ ভার্মার (৫০) দুই স্ত্রীর চার মেয়ে ও এক ছেলে। জমিজমা নিয়ে প্রায়ই ঘরে ঝগড়া-বিবাদ লেগে থাকে। পরিবারে ছোট স্ত্রী ছাড়া তার কেউই খোঁজখবর নেয় না। অবশ্য তাঁর পোষা কুকুর জ্যাকি তাঁর সাথে সবসময় লেগে থাকে।
একদিন ঝগড়ায় রেগে গিয়ে তিনি পালা কুকুর জ্যাকি ও তাঁর ছোট স্ত্রী চম্পার নামে পুরো সম্পত্তি উইল করে দেন। বাবু নারায়ণের মৃত্যুর পর যে-ই জ্যাকির দেখভাল করবে সে-ই কুকুরের সম্পত্তির মালিক হবে বলে তিনি জানান।