প্রলোভন দেখিয়ে এক তরুণীকে রাজধানীতে এনে ধর্ষণ করে নিজাম উদ্দিন । পরে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করাতে সে দুই যুবককে আনে। তখন মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে র্য্যাব এসে ভুক্তভোগীকে উদ্ধারসহ অভিযুক্ত জুয়েলকে আটক করে।
র্য্যাব-এর এক কর্মকর্তা বলেন, ভুক্তভোগী তরুণী অভিযুক্ত যুবকের পরিচিত। সেই সুবাদে কাজ পাইয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ১৬ ডিসেম্বর রাজধানীতে নিয়ে আসে অভিযুক্ত। অভিযুক্ত জুয়েল কামালবাগের বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণ করে।
সর্বশেষ শুক্রবার রাত ৯ টায় অভিযুক্ত নিজেসহ অজ্ঞাতনামা দুইজনকে নিয়ে তরুণীকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানি করে। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধারসহ মূল অভিযুক্ত জুয়েলকে আটক করে র্য্যাব।