একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি হয়েছে। এ লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি ও আ’লীগ পাল্টাপাল্টি ‘গণতন্ত্র দিবস’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম ঐতিহাসিক লালদীঘীর ময়দানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে বলেন, “ এ দেশের একটি রাজনৈতিক দল, যেটি চোখ থাকতে অন্ধ-কান থাকতে বধির…সে দলটি আজকের ‘গণতন্ত্রের বিজয় দিবস’কে অস্বীকার করে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করার দুরভিসন্ধিতে যোগ দিয়েছে।“
অন্যদিকে, চট্টগ্রাম কাজীর দেউরির বিএনপির কার্যালয়ে পালিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ক্ষমতায় থাকা সরকারকে উদ্দেশ্য করে বলেন,” পুলিশকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে…ক্ষমতায় এসেছে। এরাই প্রেস মিডিয়ার স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছে, বিচারপতি এস কে সিনহাকে গলাধাক্কা দিয়ে বের করে দিয়ে আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে।“