পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এর পাশাপাশি নাগরিকদের সুরক্ষায় পনের দিনের কারফিউ জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বানে তার সমর্থকরা রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘সেভ অ্যামেরিকা মার্চ’ শুরু করেছে৷ এরি ধারাবাহিকতায় সমর্থকরা মার্কিন পার্লামেন্টে ঢুকে পড়ে। পুলিশ বাঁধা দিলে সংঘর্ষে চারজন মারা যায়।
এদিকে সংসদ স্পিকার ন্যান্সি পেলসি ডনাল্ড ট্রাম্পকে বলেন, তিনি যেন তাঁর সমর্থকদের সরে যেতে বলে। অনেকেই এ ধরনের ঘটনাকে “মার্কিন ইতিহাসে ন্যাক্কারজনক” বলেও মন্তব্য করেছেন।