শুক্রবার আমানত শাহ ও হযরত বদর আউলিয়ার মাজার জিয়ারত শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা.শাহাদাত হোসেন আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জনসংযোগে জানান, “ এবারের নির্বাচন বাঁচার লড়াই, স্বাধীনতা টিকিয়ে রাখার লড়াই, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লড়াই”।
তিনি এটাকে “ আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার লড়াই উল্লেখ করে চট্টগ্রামবাসিকে করোনার মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার আহবান করেন। এর পাশাপাশি তিনি নির্বাচন কমিশনকে সতর্ক করে এক হুশিয়ার বার্তা প্রদান করেন। এতে তিনি বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে চট্টগ্রামের জনগণ এর পালটা জবাব দিবে।
পরিশেষে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে জানান, নির্বাচন কমিশন যেন সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, কমপেটিটিভ ও উৎসবমুখর নির্বাচন প্রদান করেন।
এ জনসংযোগ মিছিলে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা শওকত আজম, বিএনপির প্রান্তিক জনশক্তি সম্পাদক অর্পণা রায়, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর কমিটির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মশাররফ হোসেন দীপ্তিসহ স্বেচছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।