চট্টগ্রাম-ধর্ষণ
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় ধর্ষণের শিকার হন এক নারী। তার পক্ষে ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে গিয়ে ধর্ষিতা হন আরেক নারী।
গত বছরের ২২ নভেম্বর ঘটানাটি ঘটে। অভিযুক্তকারী হলেন আলমগীর ও তার এক সহযোগী।
গতকাল ভোরে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি থানার ব্রিক ফিল্ড রোড সে অবস্থান করেছিল। তার উপস্থিতি টের পেয়ে তাকে র্যাব একটি দলকে অপারেশনে পাঠায়। পরে তারা ভোরের দিকে বায়তুল মুনাফ মসজিদের সামনে থেকে সহযোগীসহ আলমগীরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় হলেন- বায়েজিদ বোস্তামি থানা এলাকার ডেবারপাড়ের বাসিন্দা মো. আলমগীর (৩০) ও মাহবুব আলম (৩১)।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, গত বছরের নভেম্বরে নগরের আকবরশাহ থানা এলাকায় একটি ধর্ষণ মামলার সাক্ষ্য দিতে এসে ধর্ষণের শিকার হন ওই নারী। এ ঘটনায় ভুক্তভোগী নারী আকবরশাহ থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ধর্ষণের কথা স্বীকার করেছেন। পরবর্তী ব্যবস্থার জন্য তাদের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।