স্কুলে শিক্ষার্থীদেরকে দুপুরের খাবারের পরিবর্তে মুড়ি-চানাচুর দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব গঙ্গোপাধ্যায়। এছাড়া তিনি বিলম্বে ক্লাস নেন বলে জানা গেছে। এতে এলাকাবাসি ও শিক্ষার্থীদের অভিভাবকগণ ক্ষিপ্ত হয়ে জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেন। কিন্তু তারা তা আমলে নেয় নি।
পরবর্তিতে প্রধান শিক্ষক বিপ্লব পুনরায়ও একই কাজ করেন। তবে এবার এলাকাবাসী প্রধান শিক্ষককে স্কুলে প্রবেশমাত্রই দরি দিয়ে বিদ্যুতের খুটির সাথে হাত বেঁধে ফেলেন। পরে স্কুল কমিটির লোকজন এসে তাঁর হস্তবন্ধন মুক্ত করেন। এরপর তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন।
এটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের একটি বিদ্যালয়ে।