এমন শ্লোগানে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের স্ব-স্ব কাউন্সিলর প্রার্থীরাও নির্বাচন প্রচার-প্রচারণায় জোর-কদমে নেমেছে।
আসন্ন ২৭ শে জানুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এক বিশাল জনসংযোগ মিছিলের আয়োজন করে নগর ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের টিফিন মার্কায় কাউন্সিলর পদপ্রার্থী মোবারক আলী এবং ৭নং ও ৮নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জোহরা বেগম।
এ জনসংযোগে অংশ নেন যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের হাজারো নেতাকর্মী। এ জনসংযোগ মিছিলের নির্বাচনী প্রচারণার প্রধান কেন্দ্রবিন্দু ছিলেন নৌকা প্রতীকে মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।
প্রচারকালে তিনি জানান, ‘ আমি মেয়র নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসা কেন্দ্র গড়ে তুলব যেন সকলে বিনামূল্যে চিকিৎসা নিতে পারে।‘ এর পাশাপাশি তিনি চট্টগ্রামকে পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবেও গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।