একই দল থেকে দ্বৈত প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণার ফলে বিপাকে পড়ছে ভোটাররা। দল থেকে মনোনয়ন না পেয়েও কাউন্সিলর পদে দাঁড়ানোর ঘটনা ঘটেছে এবারের আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে।
জানা গেছে, ৭ ও ৮ নং সংরক্ষিত ওয়ার্ডে মনোনয়ন বঞ্চিত হয়েছেন সাবেক মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসী। দলীয় সমর্থন না পাওয়ার পরও এলাকাবাসীর দাবির মুখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তবে তার স্থলে এবার মনোনয়ন পেয়েছেন জোহরা বেগম।
তিনি দাবি জানান, “নেত্রী আমাকে ২০২০ সালের ১৯ শে ফেব্রুয়ারী মনোনয়ন দিয়েছেন। যারা কেন্দ্রীয়ভাবে দল থেকে মনোনীত না হয়েও নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আমি অবৈধ ঘোষনা করব। এরা কখনো আ’লীগকে ভালোবাসে নি, ভালোবাসলে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে ঘুরে বেড়াতেন না।“
এদিকে মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর জনসংযোগ শেষে নগর ০৭ নং পশ্চিম ষোলশহরের ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোবারক আলী নিজ কার্যালয়ে এলাকার মান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সংগঠন, মতমোড়ল ও নেতৃবৃন্দদের সাথে নিয়ে এক বৈঠক করেন।
তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আসন্ন সিটি কর্পোরেশন ও কাউন্সিলর নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হলে অনেক জায়গায়ই লজ্জার শিকার হবেন। তাই তিনি ভোটারদের শতভাগ উপস্থিতি প্রত্যাশা করে জানান, “ভোট চুরি হয়ে গেছে। ভোট রাতে হয়ে গেছে। ভোট ওরা দিয়ে দিবে। এসব কথাই কান দিবেন না।“
সর্বোপরি টিফিন ক্যারিয়ার প্রতীকে পুনরায় কাউন্সিলর পদে নির্বাচিত হলে তিনি এক বছরের মধ্যেই ওয়ার্ড বাসিন্দাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আওতায় আনবেন বলে গণমাধ্যমের সামনে অঙ্গীকার করেন।