সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আবির। সে সার্চ বিডি নামে নতুন একটি সার্চ ইঞ্জিন তৈরি করে। তার সার্চ ইঞ্জিন প্রকল্পটি ডিজিটাল মেলা ২০২০-এ সিরাজগঞ্জ জেলায় প্রথম স্থান লাভ করার পর পরবর্তীতে বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পে আবেদন করলে অনলাইনে তাঁর ইন্টারভিউ নেয়া হয়। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তাঁর জন্য ২ লাখ টাকা অনুদান বরাদ্দ দেয়।
যে কেউ চাইলে www.searchbd.net এই ঠিকানায় গিয়ে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করতে পারবে বলে আবির জানায়। ভবিষ্যতে বড় হয়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা তাঁর।