সিরাজগঞ্জে যমুনা নদীর বালি উত্তোলন করে ট্রাকে পাচার
সুলায়মান হোসেন
-
আপডেটের সময় :
রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
-
৩৩৮
বার ভিউ
শ্রমিকরা সিরাজগঞ্জ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলিত করে একটি ট্রাক বোঝাই করে।
দ্রুত নগরায়ণ বাংলাদেশে বালির চাহিদা বাড়িয়ে তুলছে।
উত্তোলিত বালু জলাভূমি ভরাট করতেও ব্যবহৃত হয় বলে বাসিন্দারা দাবি করেন।

৭০ বছর বয়সী আবুর রহমান খান তার জমিতে ড্রেজিংয়ের প্রভাবগুলি দেখছেন
Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরও খবর