ব্রেকিং নিউসঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজিজ নগর ষ্টেশনের উত্তর পার্শ্বে এস আলম বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন প্রাণ হারান বলে আপাতত জানা গেছে। এতে অনেকেই আহত হয়েছেন বলে। আহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন এক আতংকের নাম। এ যেন এক মৃত্যুপুরী। কিছুদিন আগেই এ সড়কে নিহত হন স্বামী-স্ত্রী দম্পত্তি যুগল। জানা গেছে, মাত্র ৩৯ দিনের ব্যবধানে সাতটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আর এতে প্রাণ গেছে অন্তত ১৫ জনের। আহতের সংখ্যা শতাধিক।
দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছির আরাফাতের ভাষ্য মতে, প্রশিক্ষণবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, বিনা প্রয়োজনে ওভারটেক, আগে যাওয়ার প্রতিযোগিতায় বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানাসহ ইত্যাদি কারণে এ সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে।