হোয়াইটওয়াশের লক্ষ্য আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামেন টাইগাররা। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয়েছে সকাল সাড়ে ১১টায়।
এদিকে একাদশে দুই পরিবর্তন নিয়ে হোয়াইটওয়াশ মিশনে নেমেছে টাইগাররা। হাসান মাহমুদের জায়গা দলে ঢুকেছেন পেসার তাসকিন আহমেদ। রুবেল হোসেনের জায়গায় খেলছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
উইন্ডিজ ক্রিকেটাররা সিরিজ হারলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে ৩০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে ২ নম্বরে উঠে আসবে।
টাইগার একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।