চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ০৩ নং ওয়ার্ডে মিষ্টি কুমড়া’ প্রতীকে কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব শফিকুল ইসলামের সমর্থনে পশ্চিম শহীদ নগর দক্ষিণপাড়ার তৈয়বীয়া হাউজিং সোসাইটি ও একতা সংঘের উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত উঠান বৈঠকে সংশ্লিষ্ট ওয়ার্ডের পাঁচ-পাঁচজন সর্দার, তৈয়বীয়া হাউজিং সোসাইটি ও একতা সংঘের ছাত্রসমাজ, যুবসমাজসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিত হন পশ্চিম শহীদ নগর সর্দার কমিটির অন্যতম সদস্য আবু তাহেরসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনগণের মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুল ইসলামের সমর্থনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন একতা সংঘের সাধারণ সম্পাদক এস এম তুহিন, সভাপতি নুরু আলম নুরু, বায়েজীদ থানার আ’লীগের নেতা কালু কোম্পানী, জাগ্রত সমাজের সভাপতি হাজী নাছির ও সর্দার কাদের খানসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, যদি যোগ্য প্রার্থী হিসেবে মিষ্টি কুমড়া ও নৌকা প্রতীক হেরে যায়, তাহলে এলাকার ও নগরবাসীর উন্নয়ন ব্যাহত হবে।
এ মতবিনিময় সভায় পরিশেষে উপস্থিত পঞ্চসর্দার ও নেতাকর্মীদের একটাই প্রত্যাশা-কমিশনার পদপার্থী শফিকুল ইসলামের ‘মিষ্টি কুমড়া’ যেন ২৭ তারিখের নির্বাচনে জয় লাভ করে।