বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডাঃ মোহাম্মদ শামীম নগর পশ্চিম ষোলশহরের ৭ নং ওয়ার্ডকে ডিজিটাল আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ার প্রত্যয়ে ‘ঠেলাগাড়ি’ প্রতীকে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
তিনি তাঁর নির্বাচনী প্রচারপত্রে উল্লেখ করেন যদি তিনি কাউন্সিলর নির্বাচিত হন তাহলে তিনি অত্র এলাকা হতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, ভূমিদস্যুতা, ইভটিজিং প্রভৃতি সমস্যা দূরীভূত করবেন।
এছাড়া তিনি জনগণের আইনি অধিকার নিশ্চিত করবেন, বেকারদের কারিগরী শিক্ষার আওতায় আনবেন এবং সর্বোপরি একটি পরিবেশবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে জানান।
এক সাক্ষাতকারের তিনি কিশোর গ্যাং নিয়ে মন্তব্য করেন। তিনি মনে করেন ৭নং ওয়ার্ডের আমিন শিল্পাঞ্চল বস্তি অধ্যুষিত হওয়ায় এলাকার বড়ভাইদের পৃষ্ঠপোষকতায় এখানে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। তিনি কাউন্সিলর হলে প্রশাসনের সহায়তায় এর সুরাহা করবেন বলেও প্রত্যয় করেন।