লক্ষ্মীপুর জেলায় আজ রামগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রামগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ নাজিমউদ্দীন এ ফলাফল নিশ্চিত করেন। তিনি জানান, রামগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ১৬ হাজার ৫২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী এই নিয়ে দ্বিতীয়বার মেয়র পদে বিজয়ী হলেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেন বাচ্চু ২ হাজার ২৮৬ ভোট পেয়েছেন।