বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য রিজিয়া রেজা চৌধুরীর জন্মদিন উপলক্ষে তাকে এলাকাবাসির পক্ষ থেকে শুভেচ্ছা জানান সাবেক সাংগঠনিক সম্পাদক লোহাগাড়া উপজেলার ছাত্রলীগ গৌতম দাস, লোহাগাড়া যুবলীগ কমিটির সদস্য জসিম উদ্দিন (আহ্বায়ক কমিটি) এবং কলাউজান ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ইকবাল হাসানসহ আরও অনেকে।
সম্প্রতি তাঁর তত্ত্বাবধানে রোহিঙ্গা নারী ও শিশুদের পুনর্বাসনের লক্ষ্যে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। তাঁর যোগ্য নেতৃত্বে লোহাগাড়া উপজেলায় ২০ হাজার চারা রোপন করা হয়েছে। এ কাজের অবদানস্বরূপ প্রধানমন্ত্রী তাকে জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন ও বৃক্ষমেলা ২০১৫ উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পুরস্কার প্রদান করেন।