আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারায় এক তরুণী। তাঁর বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ হবে বলে অনুমান করা হচ্ছে।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিনকে জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয় এলাকায় পায়ে হেটে রেললাইন পার হচ্ছিল ওই নারী। এ সময় উভয় লাইন দিয়ে ট্রেন আসলে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। তাঁর পরনে ছিল সেলোয়ার কামিজ ও কালো রংয়ের বোরকা। এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।