পি কে হালদার ও তাঁর অন্যান্য সহযোগীদের নামে সাড়ে ৩ হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ-এর অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেন । পি কে হালদার বর্তমানে বিদেশে আছেন বলে জানা গেছে।
ভুয়া কাগুজের মাধ্যমে পাঁচটি কোম্পানির নামে ৩ শ ৫১ কোটি টাকার ঋণ অনুমোদন ও আত্মসাতের অভিযোগে পি কে হালদারসহ ৩৩ জনের বিরুদ্ধে গত ২৫ জানুয়ারি পাঁচটি মামলা করে দুদক।
কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, ১১ ও ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটার মধ্যে নির্ধারিত সময়ে এই ১৪ জনকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে নোটিসে।