নির্মাণাধীন বহুতল ভবনের ক্রেন ছিঁড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম হামজারবাগ আবাসিক এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য মতে, নয়তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ চলছিল। নিচ থেকে নির্মাণ সামগ্রী উত্তোলন করা হচ্ছিল। হঠাৎ করে মালামাল বোঝাই করা ক্রেনটির রশি ছিঁড়ে যায়। ঐ সময় সেস্থানে নিচে দাঁড়ানো ছিলেন নিরাপত্তা প্রহরী। আর এতে ঘটানাস্থলেই তিনি প্রাণত্যাগ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে পাঁচলাইশ থানার এএসআই এম এ আজিজ ঘটনাস্থলে ছুটে আসেন। এ ধরনের অপমৃত্যুর পিছনে কোনো ধরনের গাফলতি আছে কিনা তা তিনি ‘ইনভেস্টিগেশন’ করে প্রকৃত রহস্য উন্মোচন করবেন বলে সংবাদ জগতকে সরাসরি সাক্ষাতকারে জানান।