এই শপিং মলের ২য় তলায় রাজলক্ষী জুয়েলার্স নামে একটি দোকানে ৪০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়। দোকানে ২০টি তালা লাগানো থাকলেও তার একটি তালাও না ভেঙ্গে চুরি করে চোরের দল।
চুরি করার আগে শপিং মলের সিসি ক্যামেরাগুলোর লেন্স কালো টেপ দিয়ে ঢেকে ফেলা হয়েছে,যাতে সিসি ক্যামেরায় চুরির করার দৃশ্য ধরা না পড়ে।
দোকানটির মালিক মহাদেব কর্মকার বলেছেন, শনিবার রাত পৌনে নয়টার দিকে দোকান বন্ধ করে তালা দিয়ে কর্মচারীরা বাড়ি ফিরে যান। রবিবার সকালে শপিং মলের লোকজন এসে দেখতে পান দোকানের সবগুলো তালা খোলা পরে আছে। এর পরে তারা দোকান মালিককে ফোন করেন। তিনি এসে দেখেন ভেতরের ডিসপ্লে বা প্রদর্শনীর থাকগুলো ফাঁকা।
দোকান মালিক বলেন, “আমার দোকানে ২০ থেকে ২৫টা তালা দেয়া হয়। সকালে এসে দেখি সব খোলা পরে আছে। একটাও তালা ভাঙ্গা নেই। চোর চাবি দিয়ে তালা খুলেছে। তার মানে তারা জানতো এই দোকানে কি ধরণের তালা লাগানো হয়। সেই চাবি তারা বানিয়ে এনেছে” বলে মনে করেন তিনি।
পুলিশ জানিয়েছে, তারা শপিং মলের কয়েকটি সিসিটিভি ফুটেজ খুঁজে দেখছেন কাউকে শনাক্ত করা যায় কি না।