গত বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় টিকাকেন্দ্রে করোনার ভ্যাকসিন নেন গুরু জেমস । করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন নগর বাউল ব্যান্ডের লিড ভোকালিস্ট গুরু জেমস।
গুরু জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন থেকে জানা গেছে, ‘জেমস ভাই নিজে উদ্যোগী হয়েই করোনার ভ্যাকসিন নিয়েছেন। সেই সঙ্গে দেশবাসীকেও করোনাকে মহামারি মোকাবিলা করতে দ্রুত এই ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘প্রথম থেকেই ভ্যাকসিনের ব্যাপারে তিনি পজিটিভ। যেদিন ভ্যাকসিন বাংলাদেশে আসে, সেদিন থেকেই তিনি যোগাযোগ রাখছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে।’
তারকাদের মধ্যে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূর এমপি ইতোমধ্যে এই ভ্যাকসিন নিয়েছেন।