জানা গেছে, ৯ ফেব্রুয়ারিতে বাংলাদেশে করোনাভাইরাসের বয়সসীমার ক্ষেত্রে টিকা দেওয়া ও নিবন্ধনের শর্ত কিছুটা শিথিল করেছে সরকার।বাংলাদেশে প্রত্যেক জেলার সরকারি হাসপাতাল গুলোতে এখন থেকে ৪০ বছরের বেশি বয়সীরা সবাই গিয়ে করোনাভাইরাসের টিকা ও নিবন্ধনও সেখানেই করাতে পারবেন।
গত ৭ই ফেব্রুয়ারি শুরু হওয়া প্রথম দফা টিকাদান কর্মসূচীতে বলা হয়েছিলো স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারিতে থাকা মানুষেরা এবং ৫৫ বছরের বেশি বয়সীরা টিকা নিতে পারবেন।ঐ দিনেই সারা মোট টিকা নিয়েছেন একত্রিশ হাজার একশ ষাট জন।