জানা গেছে, ৯ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকার সকালে খালপাড় রোডের চেয়ারম্যান গলির সোলেমান জমিদারের বাড়ির সামনের এক ডাস্টবিন থেকে ১বছরের এক শিশুকে উদ্ধার করেন পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়। সেই শিশুটিকে পরে আদালতের মাধ্যমে বায়েজিদের রৌফাবাদের ছোটমণি নিবাসে পাঠানো হয়।
চট্রগ্রাম পতেঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক শফিউল আলম জানান, শিশুটিকে আমরা উদ্ধার করে গত মঙ্গলবার বিকেলে সমাজসেবা অধিদফতরের অধীন বায়েজিদের রৌফাবাদের ছোটমণি নিবাসে রাখার অনুমতি চেয়ে চিফ মহানগর হাকিম উসমান গণির আদালতে আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত শিশুটিকে ছোটমণি নিবাসে রাখার অনুমতি দেন।তাকে আমরা সন্ধ্যায় ছোটমণি নিবাসে দিয়ে এসেছি। এখন থেকে শিশুটিকে ছোটমণি নিবাসে লালন-পালন করা হবে।
বাংলাদেশে সমাজসেবা অধিদফতর ছয় বিভাগে অবস্থিত ছয়টি ছোটমণি নিবাস রয়েছে। শিশুদের মাতৃস্নেহে প্রতিপালন, রক্ষণাবেক্ষণ, খেলাধুলা ও সাধারণ শিক্ষা দিয়ে থাকে। ০-৭ বছর বয়সী শিশুদের কে, বাবা-মা পরিচয়হীন পরিত্যক্ত/পাচার থেকে উদ্ধারকৃত এইসব শিশুদের ছোটমণি নিবাসে লালন-পালন করা হয়।