১৫ ফেব্রুয়ারি রোজ সোমবার সকালে পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল এলাকায় চট্টগ্রাম কর্ণফুলী নদীর মোহনায় পণ্যবোঝাই নৌকা ডুবে তিনজন নিখোঁজ। এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে,ঘটনার পর থেকে তাদের সন্ধানে কর্ণফুলী নদীতে তল্লাশি চালাচ্ছেন নৌবাহিনী ও কোস্টগার্ড।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নগরের ভোগ্যপণ্যের আড়ত চাক্তাই থেকে পণ্য নিয়ে কুতুবদিয়া যাচ্ছিল কাঠের ইঞ্জিনচালিত নৌকাটি। নৌকাটিতে মোট ১২ জন যাত্রী ছিলেন। পথে পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। নৌবাহিনীর একটি জাহাজ তাৎক্ষণিক খবর পেয়ে ৯ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। বাকি তিনজন নদীতে তলিয়ে যান।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, নৌবাহিনী ও কোস্টগার্ড ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করেছে। তবে নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বন্দর চ্যানেলে কোনো সমস্যা নেই।