আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরান ঢাকার শ্যামবাজার থেকে ফরাশগঞ্জ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানা যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এসময় ফরাশগঞ্জ এলাকার ছয়তলা ভবনের অবৈধ স্থাপনা ভাঙতে গেলে ভাড়াটেদের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।
তিনি আরও জানান, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সাততলা ভবন, পাঁচটি একতলা টিনশেড ভবন, ১২টি একতলা আধাপাকা দোকান, দুটি একতলা গোডাউন ও ১৮টি টঙঘর উচ্ছেদ করা হয়।