কুমিল্লার দাউদকান্দিতে আগুনে পুড়ে মারা গেছেন মা ও মেয়ে। মায়ের নাম সালেহা বেগম (৩০) ও মেয়ে ফারজানা আক্তার (১২)। নিহত সালেহা বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী বলে জানা যায়। তাদের মেয়ে ফারজানা আক্তার ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, আমরা রাত ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের কাজ শেষ করি। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।