আজ ভোর সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম কদমতলী এলাকায় গাড়ির ধাক্কায় মো. তুহিন নামে এক যুবক নিহত হয়েছে। জানা যায়, নিহত তুহিনের বয়স ৩৫ বছর। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। বাবার নাম মো. বেলাল।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, কদমতলী এলাকায় ভোরে একটি দ্রুত গতির গাড়ি তুহিনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।