চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. হাবিব নামে এক যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় গত রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে চন্দনাইশ থানায় নিহত হাবিবের মা ছখিনা খাতুন বাদি হয়ে মামলা দায়ের করেন বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার।
তিনি জানান, নির্বাচনে সংঘর্ষের ঘটনায় নিহতের মা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ওসি (তদন্ত) মো. মজনু মিয়াকে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর পদপ্রার্থী দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় হাবিব। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ৮ দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার তিনি মৃত্যুবরণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মজনু মিয়া বলেন, রাতে থানায় মামলা হয়েছে। তদন্ত কাজ প্রাথমিকভাবে শুরু করেছি। এই ঘটনার সঙ্গে যাড়াই জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।