1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৪:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

বিদেশি মদ সহ প্রাইভেট কার আটক

সংবাদ জগত ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫২ বার ভিউ

চট্টগ্রামের কাস্টম হাউসের ভেতরে দায়িত্বরত আনসার সদস্যরা প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশায় বিদেশি মদসহ দুইজনকে আটক করেছেন বলে জানা যায়। প্রাইভেট কারটিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মনোগ্রামযুক্ত ‘ইমার্জেন্সি পাইলট ডিউটি’ লেখা এবং ভেতরে বন্দরের ওয়াকিটকি সংযুক্ত ছিল।

আটক দুইজন হলেন গাড়িচালক মন্টু চন্দ্র দাশ ও সিএনজি অটোচালক মো. মাসুদ রানা।  জানা যায়,  গত সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ২০৯টি ৫০০ মিলিলিটারের হ্যানিক্যান বিয়ার, ২৪টি ১০০০ মিলিলিটারের পাসপোর্ট স্কচ ও ৭টি ব্যালেনটাইনস ফাইনেস্ট ব্লেন্ডেড স্কচ হুইস্কি উদ্ধার করা হয়েছে।

 আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) কাস্টম হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে ওই প্রাইভেট কারের মাধ্যমে মদ পাচার করে কাস্টম হাউসের ভেতরে সিএনজি অটোরিকশায় তোলা হয়েছে।  

আটক মদ, গাড়ি ও দুই চালককে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর