চট্টগ্রাম পটিয়া ইন্দ্রফুল এলাকায়, গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার সময় সড়ক দুর্ঘটনায় এডভোকেড : মোহাম্মদ মফিজুল আলম মিনার নামে এক আইনজীবীর মৃত্যু হয়।
জানা গেছে, এডভোকেড : মোহাম্মদ মফিজুল আলম মিনার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তিনি বিজিসি ট্টার্স্ট ইউনিভার্সিটির, আইন বিভাগের ৭ম ব্যাচের ছাত্র ছিলেন।
গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) চন্দনাইশ গ্রামের বাড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে, চট্টগ্রাম পটিয়া ইন্দ্রফুল এলাকায়, বিকাল ৫টার সময় এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।