সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মনছুফের বাবা ওই প্রতিষ্ঠানের সাবেক সচিব মো. মুহিবুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার বয়স ছিলো ৭৯ বছর। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মুহিবুর রহমানের জানাযার নামাজ শনিবার বাদ এশা সিলেট শাহজালাল দরগাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দরগাহ মাজার কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।
এদিকে সিটি করপোরেশনের সাবেক সচিব মুহিবুর রহমানের মৃত্যুর খবর শুনে মরহুমের বাসায় যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলরদের অনেকে। তারা মরহুমের পরিবারকে সান্তনা দেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।