চট্টগ্রাম সীতাকুণ্ডের সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক তৌহিদুল ইসলাম জাফর (৫১) মারা গেছেন।
গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার রাত ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তৌহিদুল ইসলাম জাফর। তিনি সীতাকুণ্ডের ফকিরহাট সাদেক মস্তান (র.) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাড়ি সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।