চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সঙ্গীতাঙ্গনের দুই যন্ত্রশিল্পী পার্থ গুহ ও হানিফ নিহতের ঘটনায় দায়ী লরি চালক আলী আক্কাসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন বলে জানান আক্কাস।
গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী মাইক্রোবাসকে উল্টো দিক থেকে রাস্তা ক্রস করে একটি লরি সামনে থেকে ধাক্কা দেয়। এতে প্যাড বাদক পার্থ প্রতিম গুহ (৫০) ও পার্কাসন বাদক হানিফ আহমেদ (৪১) নিহত হন । তারা উভয়েই একটি ব্যান্ডদলের সদস্য ছিলেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক ভাবে আহত হন। এদের মধ্যে বিউটি খানের অবস্থা এখনও সঙ্কটাপন্ন।
সোমবার (১৫ মার্চ)আজ ভোরে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন। তিনি বলেন, ‘ভোরে ঘাতক লরি চালক আলী আক্কাসকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আজ তাকে আদালতে তোলা হবে।’