আজ দুপুরে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা উত্থাপিত দাবি না মানলে লাগাতার কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। প্রখর রোদ উপেক্ষা করে এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। তাদের হাতে ছিল ‘অটোপাস আমরা চাইনি, তবে কেন ভর্তি পরীক্ষায় বসতে পারব না’, ‘ঢাবি ভর্তি পরীক্ষার বৈষম্য বন্ধ করুন’, ‘আমরা পরীক্ষার মাধ্যমেই মেধা যাচাই করতে চাই’, ‘ভর্তি পরীক্ষায় জিপিএ বাড়ানো চলবে না’, ইত্যাদি লেখা প্ল্যাকার্ড। গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট বহাল, গুচ্ছ সিলেকশন বাতিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পূর্বের জিপিএ বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ‘প্রতি বছর ঢাবি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে মানবিকে জিপিএ ৭, ব্যবসায় শিক্ষা সাড়ে ৭ এবং বিজ্ঞানে ৮ চাওয়া হতো। কিন্তু এবার নতুন নিয়মের কারণে অনেকে পরীক্ষায় বসারই সুযোগ পাবে না।’ নিতু নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা পরিস্থিতির শিকার। আমাদের মেধা যাাচাইয়ের সুযোগ অবশ্যই দিতে হবে।’ অন্যথায় বৃহত্তর আন্দোলন করে দাবি পূরণ করা হবে বলে জানান শিক্ষার্থীরা।