করোনায় চলে গেল এক রেমিটেন্স নারী কর্মী।লেবাননে ঢাকা জেলার কেরানীগঞ্জের রুমা বেগম নামে এক রেমিটেন্স নারী কর্মীর মৃত্যু হয়। গত রবিবার ১৪ মার্চ মধ্যরাতে স্হানীয় রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন রুমা বেগম।
গত সোমবার (১৫ মার্চ )লেবাননে বাংলাদেশী নারী রুমা বেগম নামে এক রেমিটেন্স নারী কর্মীর মৃত্যুর ঘটনার তথ্য নিশ্চিত করেন সংবাদ জগৎ এর প্রতিনিধি,মোঃ এ কে আজাদ (লেবানন বৈরুত)।
রুমা বেগম ২০১৭ সালে গৃহকর্মী হিসেবে বৈধ ভাবে লেবাননে আসলে পরে সেই অবৈধ হয়ে যান। তিনি বৈরুতে হামরা এলাকায় কাজ করতেন বলে জানা যায়। গত ২১ ফ্রেব্রুয়ারি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্হানীয় রফিক হারিরি হাসপাতালে ভর্তি হন। প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মধ্যরাতে তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।