ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে নেশার টাকা না পেয়ে দা দিয়ে মা’কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদকাসক্ত ছেলে। গুরুতর আহত অবস্থায় মা’ সায়েরা বেগমকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার ১৫ই মার্চ সোমবার মাদকাসক্ত ছেলে মাসুদ মিয়া(২৫) কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এই ঘটনায় ওই মাদকাসক্ত ছেলের চাচা মো. জাকির হোসেন বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দয়ের করেন।
থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বিকালে জনতার ইশতেহার কে বলেন, ঘটনাটি দুঃখজনক। মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যাকুট গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে মাসুদ মাদকাসক্ত। মাদক গ্রহণের জন্য প্রায় প্রতিদিনই মা’র কাছ থেকে টাকা আদায় করে নিতো। টাকা দিতে না চাইলে মা’কে মারধর করত। বৃদ্ধা মা ছেলের ভয়ে কষ্ট করে টাকা যোগার করে দিতো। গত ১৪ই মার্চ রোববার সন্ধ্যায়ও নেশার টাকার জন্য মা’র কাছে টাকা চায়। ওই মুহুর্তে মা টাকা দিতে না পারায় ঘরের কাপড় চোপড়ে আগুন লাগিয়ে দেয়ার পরে দা দিয়ে এলোপাতারি কুঁপিয়ে তার মাকে রক্তাক্ত এবং জখম করে। রাতেই গুরুতর আহত মাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয় এবং স্থানীয়রা নেশাগ্রস্থ ছেলে মাসুদকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
মা বলেন,মা’সাহেরা খাতুন নষ্ট হয়ে যাওয়া ছেলের এহেন কর্মকান্ডে ব্যাথিত কন্ঠে বলেন, কি করব পেটের সন্তান, প্রায়ই তার অত্যাচার সহ্য করতে হয়। কষ্ট করে সংসার চালাই । ওই দিন টাকা দিতে পারিনি তাই ঘরের কাপড় চোপড়ে আগুন লাগিয়ে দিয়ে আমাকে দা দিয়ে কুপায়।