রাজধানীর মিরপুর এলাকা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তার নাম- নাজমুল হাসান ওরফে আমিনুল ইসলাম (৩৯)।
গত রোববার (১৪ মার্চ) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় মিরপুর-১ নম্বরের আহম্মেদ নগরের জোনাকি রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এ বিষয়টি জানান, র্যাব-৪ এর সহকারী পরিচালক ( সহকারী পুলিশ সুপার ) জিয়াউর রহমান চৌধুরী।
গ্রেফতার নাজমুল প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক এবং এনএসআইয়ের উপ-পরিচালক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ আত্মসাতে জড়িত ছিলেন। র্যাব ও এনএসআইয়ের কাছে এমন তথ্য গেলে দীর্ঘদিন ধরে তাকে পর্যবেক্ষণ করে আসছিলেন বাহিনী দুটির সদস্যরা। দীর্ঘ পর্যবেক্ষণে অভিযোগের সত্যতা মিললে নাজমুলকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নথিপত্র ও ব্যাংকের মাধ্যমে ভুক্তভোগীর দেয়া ১ লাখ টাকার স্লিপ, ১৯টি উপ-পরিচালক এবং এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর ভিজিটিং কার্ড ও একটি উপ-পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা জিয়াউর বলেন, নাজমুল নিজেকে কখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর উপ-পরিচালক, কখনওবা এনএসআইয়ের উপ-পরিচালক পরিচয় দিয়ে সাধারণ ছাত্র, বেকার যুবক এবং দরিদ্র মানুষকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দফতরে চাকরির আশ্বাস দিতেন।