লেবাননে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লেবানন প্রবাসী বাংলাদেশী রাজু হাওলাদার। রাজু হাওলাদারের বাড়ি পটুয়াখালী জেলার ধুমকী উপজেলায়। তার বাবার নাম মোঃ নুরুল ইসলাম হাওলাদার। মৃত্যু কালে এক সন্তানের জনক ছিলেন তিনি। তার এই মৃত্যুর খবর শুনে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
লেবাননে করোনায় রাজু হাওলাদার নামে একজন প্রবাসীর মৃত্যুর খবর টি নিশ্চিত করেন সংবাদ জগৎ এর লেবানন প্রতিনিধি: মোঃ এ কে আজাদ।
গত ১৬ মার্চরোজ মঙ্গলবার ভোরে দেশটির মুকাল্লেছ এলাকায় নিজ কক্ষে তার মৃত্যু হয়। তার মরদেহ স্হানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানা যায়। সে গত সপ্তাহে করোনার উপসর্গ নিয়ে স্হানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক তার করোনা পরিক্ষা করে নিশ্চিত হয়েছেন যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন।