করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ নিয়েছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।
আজ রোববার (২১ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম নগরের ২ নম্বর বিপ্লব উদ্যানে আলোচনা সভা, মাস্ক বিতরণ ও বাউল গানের আয়োজন করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেন সংবাদ জগৎ এর প্রতিনিধি,আশরাফ উল্লাহ।
কোভিড সচেতনতা তৈরি ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাউল গান পরিবেশন করেন শিল্পী মোহাম্মদ কামাল, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ রফিক।
চট্টগ্রাম পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এর নির্দেশে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা তৈরি সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চলতেছে। চট্টগ্রাম পাঁচলাইশ থানা পুলিশও নানা কর্মসূচি পালন করছে। বাউল গানের অনুষ্ঠানে সবার মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, সহকারী পুলিশ কমিশনার শহিদুল ইসলাম, চট্টগ্রাম পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া, চট্টগ্রাম পাঁচলাইশ থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব আবু সায়ীদ সেলিম, মো. ইলিয়াস রিপন।